তারেক রহমান চাইলেই ট্রাভেল পাস ইস্যু করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সব প্রস্তুতিও রাখা আছে বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তৌহিদ হোসেন।তিনি বলেন, ট্রাভেল পাস উনি (তারেক রহমান) চাইলেই ইস্যু করা হবে। পরে সাংবাদিকরা প্রশ্ন করেন, উনি কি এখনো চাননি? সেই প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার জানা মতে এখনো চাননি।
বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওটার প্রস্তুতি আছে। যদি ডাক্তাররা বলেন, তাহলে নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয়-স্বজন, দলের লোকেরা নিশ্চিত করবে (বিদেশ নেওয়ার বিষয়টি)। (সরকারের) প্রস্তুতি আছে।
সূত্র : news24bd

0 Comments