Header Ads Widget

Responsive Advertisement

গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল

 

ছবি : সংগৃহীত


গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল


গাজায় ইসরায়েলের আক্রমণে নিহত মানুষের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। শনিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জানায়, বৃহস্পতিবার থেকে আরও ৩০১ জন নিহতের সংখ্যায় যোগ হওয়ার পর মোট মৃত্যু ৭০ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, ওই ৩০১ জনের মধ্যে দুইজন সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আর বাকিদের গাজার ধ্বংসস্তূপে চাপা পড়া মৃতদেহের অবশিষ্টাংশ থেকে শনাক্ত করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নিহতের এই সংখ্যা নিয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গাজা থেকে আসা নিহতের পরিসংখ্যানের নির্ভুলতা নিয়ে ইসরায়েল সব সময় প্রশ্ন তুলে এসেছে যদিও তারা কখনোই নিজেদের অনুমান প্রকাশ করেনি।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments