Header Ads Widget

Responsive Advertisement

বরিশালে বিএনপির এক কার্যালয়ে আগুন

 

গৌরনদীতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্র। ছবি : কালবেলা


বরিশালে বিএনপির এক কার্যালয়ে আগুন


বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বিএনপি কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মীভূত হয়।

শনিবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয় বিএনপির নেতারা এ অভিযোগ করেন।

এর আগে গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক একটার দিকে দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগের ঘটায়।

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এছাহাক অভিযোগ করে জানান, এটি সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা। ওয়ার্ড বিএনপিকে দুর্বল করতে প্রতিপক্ষের ইন্ধনে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটানো হয়েছে। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments