Header Ads Widget

Responsive Advertisement

আর্জেন্টাইন তারকার হ্যাটট্রিকে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা মায়ামির

 

ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতল মায়ামি। ছবি : সংগৃহীত


আর্জেন্টাইন তারকার হ্যাটট্রিকে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা মায়ামির


আর্জেন্টাইন তারকা তাদেও অ্যালেন্ডের হ্যাটট্রিকে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে এমএলএস কাপের ফাইনালেও উঠেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।

রোববার (৩০ নভেম্বর) ভোরে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেওর হ্যাটট্রিক ছাড়াও গোলের দেখা পেয়েছেন মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া। গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন মেসি।

ম্যাচের ১৪তম মিনিটে প্রথম লিড পায় মায়ামি। সার্জিও বুস্কেটসের নিখুঁত পাস থেকে অফসাইড ফাঁদ ভেঙে অ্যালেন্ডে মায়ামিকে এগিয়ে দেন। নিউইয়র্ক এই ধাক্কা সামলে ওঠার আগেই জর্দি আলবার বাঁ প্রান্ত থেকে বাড়ানো দুর্দান্ত ক্রস কাজে লাগিয়ে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন অ্যালেন্ডে। তবে ৩৭তম মিনিটে জাস্টিন হাক একটি গোল শোধ করলে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। ম্যাচের ৬৭ মিনিটে মাতেও সিলভেট্টি গোল করে মায়ামিকে দুই গোলের লিড এনে দেন। এই গোলের সহায়ক ছিলেন মেসি। ৮৩ মিনিটে তেলাস্কো সেগোভিয়া এবং ৮৯তম মিনিটে অ্যালেন্ডে হ্যাটট্রিক পূরণ করেন। তাতে বড় জয় নিয়ে শিরোপা জেতে মায়ামি।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments