Header Ads Widget

Responsive Advertisement

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

 

আগুনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনের আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সংগৃহীত


ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


ঢাকার ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

জানা গেছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে। এ ঘটনায় কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ধামরাই ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments