Header Ads Widget

Responsive Advertisement

ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা শামীমা ও সহযোগী গ্রেপ্তার

দুদকের অভিযানে ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও সহযোগী হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 
ছবি : কালবেলা
 

ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা শামীমা ও সহযোগী গ্রেপ্তার


যশোরের বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও সহযোগী হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন বাদী হয়ে মামলা করেন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) দুদকের যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাউদ্দীনের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানের ঘুষ লেনদেনের ঘটনায় দুদক অভিযান চালায়। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়।

রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার কাস্টমস হাউস বেনাপোলের শুল্কায়ন গ্রুপ-৬ এ কর্মরত। হাসিবুর রহমান দীর্ঘদিন ধরে তার দপ্তরে ‘নিজস্ব লোক’ হিসেবে কাজ করতেন। তিনি সিএন্ডএফ এজেন্টদের কাছ থেকে শুল্কায়ন ফাইল অনুমোদনের বিনিময়ে ঘুষ আদায় করে শামীমা আক্তারের হাতে পৌঁছে দিতেন। গত ৫ ও ৬ অক্টোবর হাসিবুর রহমান মোট ২ লাখ ৭৬ হাজার টাকা ঘুষের অর্থ সংগ্রহ করে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের দপ্তরে দেওয়ার উদ্দেশ্যে আসেন। এ সময় দুদকের দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

আরও জানা গেছে, জিজ্ঞাসাবাদে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার স্বীকার করেন– তিনি হাসিবুর রহমানকে ব্যক্তিগতভাবে চেনেন এবং ৬ অক্টোবর তার সঙ্গে দুবার মোবাইল ফোনে কথা বলেছেন। দুদকের পাওয়া তথ্য অনুযায়ী, শামীমা আক্তার ২০২৫ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে হাসিবুর রহমানকে বিভিন্ন সময় বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর নির্দেশ দেন।

দুদক জানায়, যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানি ও ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে যশোর থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এনফোর্সমেন্ট টিম বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। অভিযানকালে টিম ঘুষের লেনদেনের অভিযোগের সত্যতা পায় এবং ঘটনাস্থল থেকে ঘুষের নগদ টাকা উদ্ধারসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments