‘সোলজার’এর অফিসিয়াল ঘোষণায় শাকিব যেমন
বাংলা চলচ্চিত্রে নতুন অধ্যায় সূচনা করতে পারে ‘সোলজার’- এমনটাই আশা সংশ্লিষ্টদের
দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান তার আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে আবারও আলোচনায়। সোশাল মিডিয়া ও গণমাধ্যমজুড়ে চলছে নানা জল্পনা, গুঞ্জন, বিশ্লেষণ— বাংলাদেশি চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত খবর এখন নিঃসন্দেহে ‘সোলজার’।
চলচ্চিত্রটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, আর পরিচালনায় আছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। এরইমধ্যে শুরু হয়ে গেছে শুটিং। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সবকিছু পরিকল্পনামতো চললে ‘সোলজার’ বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।
নাম শুনে অনেকে ভেবে নিতে পারেন এটি হয়তো একজন সৈনিকের যুদ্ধগাথা। কিন্তু নির্মাতার ভাষ্যে, ‘সোলজার’ কেবলই যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়—এটি নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, অধিকার আদায়ে সোচ্চার হয়, এবং দেশের জন্য কিছু করতে চায়।
পরিচালক সাকিব ফাহাদ বলেন,“আমরা চাইছি, শাকিব ভাই যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠুন। যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে। দিনশেষে আমাদের গল্পটা আশার। আমরা জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি—সেই বার্তাই থাকবে ‘সোলজার’-এ।”
‘সোলজার’-এ শাকিব খানকে দেখা যাবে তার ক্যারিয়ারের একদম নতুন লুকে। শুধু লুক নয়, চরিত্রের ধরনেও থাকবে বড়সড় পরিবর্তন। এই ছবিতে তিনি কেবল একজন তারকা নন, বরং দেশের সাধারণ মানুষের প্রতিনিধি— যে নিজের অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, আশার আলো জ্বেলে রাখে।
শাকিব খান নিজেও চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন,“আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন আপনারা। তবে এটুকু বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি। এই গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রাণিত করবে—নিজের ভেতরের ‘সোলজার’কে চিনে নিতে সাহস দেবে।”
ঈদ কেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে ‘সোলজার’ আসছে ঈদ ছাড়াই। পরিচালক সাকিব ফাহাদ মনে করেন,“আমাদের ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে। ভালো সিনেমা যদি অন্য সময়ও মুক্তি পায়, তাহলে হল মালিক থেকে ডিস্ট্রিবিউটর—সবাই উপকৃত হবেন। আমরা সেই সাহসী উদ্যোগই নিচ্ছি।”
এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। এটির চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু।
সূত্র : চ্যানেল আই
0 Comments