Header Ads Widget

Responsive Advertisement

অভিনেত্রীর বাসায় মিলল যুবকের লাশ

 

অভিনেত্রী সোহানি কুমারী ও তার হবু স্বামী চিকিৎসক সাওয়াই সিং। ছবি : সংগৃহীত


অভিনেত্রীর বাসায় মিলল যুবকের লাশ


দক্ষিণ ভারতের তেলুগু চলচ্চিত্রের উঠতি অভিনেত্রী সোহানি কুমারীর ফ্ল্যাট থেকে তার হবু স্বামী চিকিৎসক সাওয়াই সিংয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের ওই ফ্ল্যাটেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

সাওয়াই ছিলেন পেশায় একজন চিকিৎসক। রাজস্থানের বাসিন্দা এই যুবক সোহানির সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচিত হন। বন্ধুত্ব থেকে সম্পর্ক, তারপর গত বছরের জুলাইয়ে তাদের বাগদান হয়। এরপর থেকে দুজন একসঙ্গে বসবাস করছিলেন।

ঘটনার দিন সকালে সাওয়াই নিজের কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। কিছু সময় পর সোহানিও বাইরে যান। দুপুরে ফিরে এসে সোহানি তাকে ফ্ল্যাটের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি।

পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে সাওয়াইয়ের একটি ভিডিও বার্তা, যেটি তিনি মৃত্যুর আগে রেকর্ড করেছিলেন। ভিডিওতে তিনি জানান, ব্যক্তিগত কিছু ভুল আর মানসিক চাপ—এই দুই মিলিয়ে তার মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের যন্ত্রণা কাজ করছিল।

সোহানি পুলিশকে জানিয়েছেন, সাওয়াই তার অতীত সম্পর্ক নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সেইসঙ্গে চলছিল আর্থিক চাপও। এসব মিলিয়ে হয়তো নিজের ভেতরের যুদ্ধটাই হার মানিয়ে দিল তাকে।

এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। সাওয়াই সিংয়ের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments