Header Ads Widget

Responsive Advertisement

সম্পর্ক বিচ্ছিন্ন করায় প্রেমিকাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

প্রতীকী ছবি
 

সম্পর্ক বিচ্ছিন্ন করায় প্রেমিকাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

সম্পর্ক বিচ্ছিন্ন করায় ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে পুড়িয়ে মেরেছে এক যুবক। ভারতের বেঙ্গলুরুর এক রাস্তায় এমন ভীবৎসকাণ্ড ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবজারের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাফিক সিগন্যাল দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের গাড়িতে দৌড়ে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে ওই যুবক। এ সময় বাঁচার জন্য চালকসহ তিনজন গাড়ি থেকে নেমে অন্যত্র দৌঁড়াতে থাকেন। কিন্তু শেষ রক্ষা হলো না তরুণীর। তার পিছু নেয় ওই যুবক। রাস্তার মাঝেই ওই তরুণীর আগে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ওই তরুণী হলেন বনজাক্ষী। ২৬ বছর বয়সী এই তরুণী রোববার গাড়ি ভাড়া করে এক আত্মীয়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিলেন। বেঙ্গালুরু শহরের একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল গাড়িটি। হঠাৎ সেখানে উপস্থিত হন এক যুবক। কেউ কিছু বোঝার আগে পুরো গাড়িতে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন। ভয়ে চালকসহ দুই যাত্রী দরজা খুলে পালাতে যান। এ সময় তরুণীর পিছু নেন ওই যুবক। কিছুটা দৌড়ে ধরে ফেলেন তরুণীকে। তারপর তার সারা শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এত অল্প সময়ের মধ্যে ঘটনাটি ঘটে যায় যে, প্রথমে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারেননি পথচারিরা।

পরবর্তীতে অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তায় ছুটোছুটি করলে ট্রাফিক পুলিশ পথচারীদের সহযোগিতায় ওই তরুণীর গায়ের আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সোমবার সকালে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে অভিযুক্ত ওই যুবকের নাম পরিচয় বের করেছে পুলিশ। তার নাম বিঠল। প্রেমিকা বনজাক্ষীর সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে বাস করে আসছিলেন ওই তরুণ। পুলিশ জানিয়েছে, ঝগড়া করে কিছু দিন আলাদা থাকছিলেন তারা। এরপর ব্যক্তিগত রোষে তরুণীকে ওই যুবক জ্যান্ত পুড়িয়ে মেরেছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, বনজাক্ষী ও বিঠল দীর্ঘদিন ধরে একটি ভাড়াবাড়িতে থাকতেন। বিঠল পেশায় গাড়িচালক হলেও ব্যাপক মদের নেশা ছিল। এ নিয়ে প্রেমিকার সঙ্গে অশান্তি দেখা দেয়। কিছু দিন আগে সম্পর্ক ছিন্ন করে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন বনজাক্ষী।

এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করা হয়।


তথ্যসূত্র: কালবেলা

Post a Comment

0 Comments