Header Ads Widget

Responsive Advertisement

কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা: তিনজন নিহত

 

ছবি: রয়টার্স


কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা: তিনজন নিহত



ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতের বেলায় রাশিয়ার ব্যাপক হামলায় কমপক্ষে তিনজন নিহত, ১২ জন আহত এবং বেশ কয়েকটি জেলায়  উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ভোরে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আজ ২৮ আগস্ট সংবাদ মাধ্যম রয়টার্স এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

এ ঘটনায় শহরের সামরিক প্রশাসন তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে এবং শহরের বিস্তৃত জেলাগুলোতে হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, যে আহতদের মধ্যে শিশুও রয়েছেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে বেশ কয়েকটি উঁচু অ্যাপার্টমেন্ট ব্লকও রয়েছে বলে জানা গেছে।

অনলাইন পোস্টে আগুন জ্বলতে থাকা অ্যাপার্টমেন্টের ছবি এবং উঁচু ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে এমন ছবি দেখা গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

শহরের মেয়র ক্লিটসকো জানিয়েছেন, যে শহরের পূর্ব শহরতলিতে দুটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।




উৎসঃhttps://www.channelionline.com/three-killed-in-massive-russian-attack-kiev-overnight/

Post a Comment

0 Comments