Header Ads Widget

Responsive Advertisement

কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার


জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


রোববার (২৪ আগস্ট) একটি বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে গ্রেফতার করা হয় তাকে।


সিআইডি তথ্য অনুযায়ী: এই মুহূর্তে বরিশাল থেকে তাকে ঢাকায় আনা হচ্ছে এবং আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।


উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা ২৫ জনকে আসামি করে দায়ের করা হয়েছিলো। তার মধ্যে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। 

 

এ মামলায় প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামী সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। উক্ত মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা, তিনি মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। তাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেফতার করেছিলেন। উক্ত মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। 



ডেস্ক রিপোর্ট: তাহাদ নিউজ২৪

Post a Comment

0 Comments