Header Ads Widget

Responsive Advertisement

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

 

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি : কালবেলা


আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২


খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুই জন নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসামিরা হাজিরা দিয়ে মোটরসাইকেলে বের হওয়ার মুহূর্তে দায়রা জজ আদালতের সামনে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়েছে—সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments