Header Ads Widget

Responsive Advertisement

দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের কারাদণ্ড!

 

প্রতীকী ছবি


দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের কারাদণ্ড!


ভারতের আসাম রাজ্য বহুবিবাহকে অপরাধ হিসেবে ঘোষণা করতে আনুষ্ঠানিকভাবে আইনের পথে আরও এক ধাপ এগোলো। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিধানসভায় ‘আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ উত্থাপন করেন। বিলে বহুবিবাহকে সরাসরি দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে বিলটি পেশ করা হয়। বিরোধী দল কংগ্রেস, সিপিএম ও রাইজোর বিধায়কেরা ওয়াকআউট করায় তাদের অনুপস্থিতিতেই বিলটি তুলে ধরা হয়।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে—প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় কেউ দ্বিতীয়বার বিয়ে করলে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড হতে পারে। আর প্রথম বিয়ের তথ্য গোপন করে পুনরায় বিয়ের চেষ্টা করলে শাস্তির মেয়াদ বেড়ে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে। পাশাপাশি জরিমানাও রাখা হয়েছে।

বিলটির লক্ষ্য—রাজ্যে বহুবিবাহের পুরো প্রক্রিয়া রোধ করা। তাই নতুন আইনে শুধু বহুবিবাহকারী দম্পতিই নয়, এ ধরনের বিয়ে সম্পাদনে যারা সহযোগিতা করবেন—যেমন কাজি, পুরোহিত, গ্রামপ্রধান, পিতা-মাতা বা আইনগত অভিভাবক—তাদের বিরুদ্ধেও শাস্তির বিধান রাখা হয়েছে।

ভুক্তভোগী নারীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিলে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবিত আইনটি ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা ছাড়া পুরো আসাম জুড়ে কার্যকর হবে। তবে সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে বর্ণিত তফসিলি জাতি ও জনজাতির সদস্যদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না।

সূত্র : news24bd

Post a Comment

0 Comments