আফগানদের বিপক্ষে ম্যাচসেরা হয়ে মহৎ উদ্যোগ নিলেন শরিফুল। ছবি: সংগৃহীত
প্রতিবারই ম্যাচসেরার পুরস্কার এলাকার অসহায় মানুষদের বিতরণ করব: শরিফুল
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন শরিফুল ইসলাম। বল হাতে সবচেয়ে মিতব্যয়ী থেকে ১ উইকেট নেয়ার পর, ব্যাট হাতে চাপের মুহূর্তে দুই বাউন্ডারিতে দলকে জেতাতে ভূমিকা রাখেন তিনি।
শারজায় (৩ অক্টোবর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এমন পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জেতেন শরিফুল।
আর তার পরের দিনই সামাজিক মাধ্যমে একটি মহৎ উদ্যোগের ঘোষণা দিলেন টাইগার এ পেসার। পঞ্চগড়ের মফস্বল এলাকায় জন্ম এ ক্রিকেটার নিজ অঞ্চলের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জানিয়েছেন, এখন থেকে যখনই ম্যাচসেরার পুরস্কার জিতবেন, সেটা এলাকার অসহায় মানুষদের সহযোগিতায় দান করবেন।
শরিফুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন । আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি —আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হব, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করব, ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।’
আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটের ব্যবধানে জয়ে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ৫০ হাজার আফগানি রুপি জিতেছেন শরিফুল। ১.৭৮ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৮৯ হাজার টাকা। যার পুরোটাই দান করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার পেসার।
তবে এবারই প্রথম নয়, নিজের জন্মস্থান নিয়ে প্রায়-ই শরিফুলের মধ্যে নানা রকম চিন্তা-ভাবনা প্রকাশ পায়। এর আগে এলাকায় মাদকের দৌরাত্ম্য ও অভিশপ্ততা নিয়ে আওয়াজ তুলেছিলেন তিনি। দাবি তুলেছিলেন পঞ্চগড়ে ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালেরও।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না শরিফুল। ম্যাচটি ৪ উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেন এ পেসার। বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় রহমানউল্লাহ গুরবাজের উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এরপর রান তাড়ায় নেমে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন হারের শঙ্কায় পড়েছিল তখন ব্যাট হাতে দলকে উদ্ধার করেন তিনি। ভরসা দেন একপ্রান্ত আগলে রাখা নুরুল হাসান সোহানকে। তবে গুরু দায়িত্বটা পালন করেন নিজেই। ১৯তম ওভারের শেষ দুই বলে বাউন্ডারি ও সিঙ্গেল নেয়ার পর, শেষ ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।
তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি ফের সুযোগ পান নাকি, বিশ্রামে থাকেন সেটাই এখন দেখার বিষয়। আফগানদের হোয়াইওয়াশের মিশনে রোববার (৫ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ।
সূত্র : সময়
0 Comments