Header Ads Widget

Responsive Advertisement

ব্যাটে-বলে ঝলমলে সাকিব, আটলান্টার দাপুটে জয়

 

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ব্যাটে-বলে ঝলমলে সাকিব, আটলান্টার দাপুটে জয়


মাইনর লিগের মাঠে যেন পুরনো সাকিবকে ফিরিয়ে আনলেন বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী, বল হাতে প্রতিপক্ষকে গুটিয়ে দিলেন তাণ্ডব গতিতে। তার অলরাউন্ড নৈপুণ্যে বাল্টিমোর রয়্যালসকে ৯১ রানে হারিয়েছে আটলান্টা ফায়ার।

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে আটলান্টা। জবাবে মাত্র ৮৪ রানে অলআউট হয় বাল্টিমোর। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিব আল হাসানের হাতে।

টসে হেরে ব্যাটিংয়ে নামা আটলান্টার শুরুটা ছিল নড়বড়ে। তবে দ্বিতীয় উইকেটে ঋষি পান্ডে ও পল পালমার দলকে উদ্ধার করেন। পান্ডে খেলেন ৬৬ রানের ঝলমলে ইনিংস, পালমার যোগ করেন ২৬ বলে ৩০।

শেষদিকে ইনিংসকে তোলেন সাকিব ও জাহামার হ্যামিল্টন। ম্যাচের ১৬তম ওভারে ব্যাট হাতে নামেন সাকিব, প্রথম বাউন্ডারির দেখা পান সপ্তম বলে। শেষ ওভারে আদিল ভাট্টির বিপক্ষে টানা দুটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে ২২ রান তুলেন তিনি। শেষ পর্যন্ত ১৬ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে যান ১৭৫ রানে।

রান তাড়ায় শুরু থেকেই ব্যর্থ বাল্টিমোরের ব্যাটাররা। ওপেনার অগ্নি চোপড়া ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। বোলিংয়ে শুরুতেই আগুন ঝরান সাকিব। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই মুক্তার আহমেদকে ক্যাচ করান।

দ্বিতীয় ওভারে ফের আঘাত হেনে কুনওয়ারজিত সিংকেও আউট করেন এই বাঁহাতি স্পিনার। তৃতীয় ওভারেও তিনি ছিলেন অত্যন্ত মিতব্যয়ী, মাত্র ৪ রান দেন। নিজের শেষ ওভারে আদিল ভাট্টিকে ফের আউট করে বাল্টিমোরের ইনিংসের ইতি টানেন সাকিব।

৩.১ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট—বল হাতে নিখুঁত, ব্যাট হাতে বিধ্বংসী—এই দুইয়ের সমন্বয়েই ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান।

স্কোর সংক্ষেপে:

আটলান্টা ফায়ার: ১৭৫/৪ (২০ ওভার) — ঋষি পান্ডে ৬৬, সাকিব ৩০*, পল পালমার ৩০

বাল্টিমোর রয়্যালস: ৮৪ (১৫ ওভার) — সাকিব ৩/৬, আনশ প্যাটেল ৪ উইকেট

ফল: আটলান্টা ফায়ার জয়ী ৯১ রানে

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments