Header Ads Widget

Responsive Advertisement

স্ক্রিনশট ফাঁস করে যা বললেন নুসরাত ফারিয়া

 

নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত


স্ক্রিনশট ফাঁস করে যা বললেন

নুসরাত ফারিয়া


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার শিকার হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তার নাম ও ছবি ব্যবহার করে এক ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে, যেখান থেকে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে।

সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ওই ভুয়া আইডির স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেন নুসরাত ফারিয়া। সতর্কবার্তায় তিনি লিখেন, ‘কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

শুধু সতর্ক করেই থেমে থাকেননি নায়িকা। ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, এমন ভুয়া প্রোফাইলের কোনো পোস্টে প্রতিক্রিয়া না জানাতে এবং কারও কথায় টাকা না পাঠাতে।

‘অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন,’ যোগ করেছেন ফারিয়া।

তারকাদের নামে ভুয়া আইডি খোলার ঘটনা নতুন নয়। এর আগেও এমন বিড়ম্বনায় পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, বরেণ্য চিত্রনায়ক আলমগীরসহ অনেকেই। প্রভার নামেও একাধিক ভুয়া অ্যাকাউন্ট থেকে ভক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, আর আলমগীরের ঘটনায় সতর্কবার্তা দিয়েছিলেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

সাইবার বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয় তারকাদের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। উদ্দেশ্য কখনো আর্থিক, কখনও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া।

নিজের পেজে দেওয়া পোস্টে নুসরাত ফারিয়া শেষে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সবাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন।’

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments