Header Ads Widget

Responsive Advertisement

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

 

বহিষ্কৃত ছাত্রদল নেতা এনামুল হক। ছবি : কালবেলা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার


নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (০৫ অক্টোবর) এ বহিষ্কাদেশ দেওয়া হয়। বহিষ্কৃত এনামুল হক বড়াইগ্রাম শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এর আগে এনামুলের বিতর্কিত কর্মকাণ্ডের ৩০ সেকেন্ডর ভিডিও ভাইরাল হয়।

নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাটোর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী বড়াইগ্রাম শহর শাখার দায়িত্বশীল পদে থেকে বড়াইগ্রাম শহর শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হককে সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাটোর জেলা শাখার সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা, উপজেলা, শহর, ওয়ার্ড সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে বড়াইগ্রাম শহর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তা আমি দেখেছি। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

নাটোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ভিডিওটি দেখেছি এবং বিষয়টি সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে আলোচনা করে আমরা সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত যুগ্ম আহ্বায়ক এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলব। এখন কিছু বলতে পারছি না।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments