Header Ads Widget

Responsive Advertisement

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

রাসেদুল ইসলাম। ছবি : সংগৃহীত
 

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু


বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (০৫ অক্টোবর) দুপুরে তার নিজ এলাকা কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত রাসেদের বাড়ি কুমিল্লার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য কুমিল্লার উজানচর-ঘাঘুটিয়া খেয়া পারাপারের সময় আকস্মিক বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ সময় নৌকার আরও দুজন নারীও মৃত্যুবরণ করেন।

রাসেদ পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় থেকে টেকনাফ পর্যন্ত হেঁটে পাড়ি দেন তিনি। পড়াশোনার পাশাপাশি ভ্রমণপিপাসুও ছিলেন রাসেদ।

রাসেদের আকস্মিক মৃত্যুতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, রাসেদ আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষার্থীদের একজন। তার অকালমৃত্যুতে আমরা মর্মাহত। আমরা স্তব্ধ হয়ে আছি। সে আজ ক্যাম্পাসে ফিরছিল, কিন্তু আর ফেরা হলো না। এক অপার সম্ভাবনাময় তরুণ আমাদের ছেড়ে চলে গেছে। তার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। যে কোনো সহযোগিতায় আমাদের বিভাগ তার পরিবারের পাশে থাকবে।

রাসেদের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সকলেই। রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের সামনে রাসেদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments