Header Ads Widget

Responsive Advertisement

বোরকা পরে রাজধানীর মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরি

 

ছবি: সংগৃহীত


বোরকা পরে রাজধানীর মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরি


রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, বুধবার (৮ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে এই স্বর্ণ চুরি করে।

শম্পা জুয়েলার্সের মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিলো। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিলো। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিলো। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

এদিকে চুরির খবর পেয়ে রমনা থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তারা শপিং মলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে। 

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গণমাধ্যমকে বলেন, আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি এবং চোরদের ধরতে একাধিক দল কাজ শুরু করেছে। শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে, যার তদন্ত করা হবে। যাত্রাবাড়ীর ঘটনার সঙ্গে এই চুরির কোনো যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও শপিং মল থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনায় দোকান মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা মলের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি জানিয়েছেন।

এর আগে গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালঙ্কার এবং পৌনে তিন লাখ টাকা চুরি হয়েছিল। ওই ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রের পরিচয় শনাক্তে তৎপর রয়েছে।

সূত্র : একাত্তর

Post a Comment

0 Comments