Header Ads Widget

Responsive Advertisement

জামায়াত আয়োজিত নৌকাবাইচে সংঘর্ষ, আহত ১৭

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াত আয়োজিত নৌকাবাইচে বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : কালবেলা

জামায়াত আয়োজিত নৌকাবাইচে সংঘর্ষ, আহত ১৭


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নামে আয়োজিত নৌকাবাইচে বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১৭ জন আহত হয়েছেন।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা এলাকায় করতোয়া নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

আহতদের মধ্যে কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসির বাইচাল সামছুল (২৮) গুরুতর আহত অবস্থায় উল্লাপাড়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়াও পাবনার আমিনপুর থানার নিউ শাড়ির ভিটা গ্রামের ফরিদ, স্বপ্ন, মধুল ও রাজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনতলা এলাকায় মাওলানা রফিকুল ইসলাম খান নৌকাবাইচে পাবনার আমিনপুর থানার শাড়ির ভিটা এক্সপ্রেস ও উল্লাপাড়ার কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসি দুটি অংশ নেয়। প্রতিযোগিতার একপর্যায়ে নৌকা দুটি পাশাপাশি চেপে গেলে উভয়পক্ষের বাইচালরা ক্ষুব্ধ হয়ে বৈঠা দিয়ে একে অন্যকে মারধর শুরু করে।

শাড়ির ভিটা এক্সপ্রেস পানসির পরিচালক আওয়াল মিয়া এবং নিউ একতা এক্সপ্রেস পানসির পরিচালক নজরুল ইসলাম শাহিন একে অন্যের বিরুদ্ধে নৌকা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন।

বাইচ কমিটির সদস্য উল্লাপাড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক এস এম আল আমিন বলেন, বাইচ চলাকালে দুটি পানসি পাশাপাশি চেপে যাওয়ায় বাইছালদের মধ্যে সংঘর্ষ হয়। পরে কমিটির লোকজন ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সোনতলায় করতোয়া নদীতে দুটি পানসি পাশাপাশি চেপে গেলে গোলযোগ সৃষ্টি হয়। তবে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments