Header Ads Widget

Responsive Advertisement

দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে বিপর্যয়ের জন্য কি অপরিকল্পিত নির্মাণ দায়ী?

 

দুধিয়া ব্রিজের একাংশ ভেঙে পড়েছে

দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে বিপর্যয়ের জন্য কি অপরিকল্পিত নির্মাণ দায়ী?



প্রবল বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা।

শনিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে ফুঁসতে থাকে তিস্তা, মহানন্দা ও তোর্সা নদী। গভীর রাতে কোথাও ভূমিধ্বস দেখা দেয় কোথাও জল প্লাবিত হয়ে ঘরবাড়ি ভেসে যায়। যার ফলে ভিটেহারা হয়েছেন শত শত মানুষ, এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে।

শিলিগুড়ি থেকে মিরিকের পথে দুধিয়ায় বালাসন নদীর উপর লোহার ব্রিজ ভেঙে পড়ে। রাস্তায় ভূমিধ্বসের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুর্গাপুজোর ছুটির আবহে পর্যটনের মরশুমে পাড়ি দিয়েছিলেন বিপুল সংখ্যক পর্যটক। তাদের মধ্যে অনেকেই দুর্যোগকবলিত এলাকায় আটকে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়। স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা মিলে উদ্ধারের কাজ শুরু করেন। উত্তরবঙ্গের পরিস্থিতি সাম্প্রতিক সময়ে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বিপর্যয়ের কথা মনে করিয়ে দিয়েছে।

হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে মেঘভাঙ্গা বৃষ্টির জেরে নদীর প্রবল স্রোতের সঙ্গে বয়ে আসা বড় বড় পাথর, কাদার স্রোতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বহু বাড়ি। মুহূর্তে ধ্বংস হয়ে গিয়েছিল উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর ধরালি গ্রামের বিস্তীর্ণ অঞ্চল।

উত্তরবঙ্গর পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভুটান থেকে ছাড়া জলকে দায়ী করেছেন। ড্রেজিং না হওয়ায় নদীর নাব্যতা যে কমেছে তাও উল্লেখ করেছেন। তবে পরিবেশবিদদের অনেকেই মনে করেন এই বিপর্যয় ডেকে আনার জন্য বড় অংশে দায়ী মানুষ নিজেই।

পরিবেশবিদ ড. রবি চোপড়া বিবিসি বাংলাকে বলেন, "পরিবেশের বিষয়ে সচেতন নই। যত্নও নিই না। তারই ফল ভুগতে হচ্ছে।"

জলসম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ প্রশমন এবং পরিবেশ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এই ভারতীয় বিশেষজ্ঞ। ড. রবি চোপড়ার সভাপতিত্বে সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করেছিল, যার লক্ষ্য ছিল উত্তরাখণ্ডের চারধাম প্রকল্পের পরিবেশগত প্রভাব তদন্ত করে দেখা।

সূত্র : বিবিসি নিউজ বাংলা

Post a Comment

0 Comments