Header Ads Widget

Responsive Advertisement

প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত (ভিডিও)

 

ছবি : সংগৃহীত

প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত (ভিডিও)


ভারত প্রথমবারের মতো ট্রেন থেকে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বলেন, এই পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের কয়েকটি বিশেষ দেশের তালিকায় যুক্ত হলো, যারা রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম।

ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন : https://x.com/rajnathsingh

অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার। সাধারণত সড়ক বা স্থায়ী ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও এবার ভারতীয় রেলওয়ের লোকোমোটিভ টেনে নেওয়া একটি বিশেষ ট্রেন থেকে এটি ছোঁড়া হয়। ফলে শুধু স্থলঘাঁটি নয়, দেশের যেকোনো প্রান্তে রেললাইন ব্যবহার করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে।

বিশ্লেষকরা বলছেন, এই সক্ষমতা ভারতের সামরিক কৌশলে বড় পরিবর্তন আনবে। একদিকে শত্রুপক্ষের স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে সুড়ঙ্গের ভেতরে ক্ষেপণাস্ত্র গোপন রাখা সম্ভব হবে, অন্যদিকে যুদ্ধের সময়ে প্রচলিত ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও রেললাইন ব্যবহার করে বিকল্প লঞ্চপয়েন্ট থেকে পাল্টা হামলা চালানো যাবে।

তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। রেললাইন ছাড়া এ ব্যবস্থা কার্যকর নয়, আবার শত্রুপক্ষ চাইলে রেলপথে নাশকতা চালাতে পারে। তবুও ভারতীয় সেনাদের জন্য এটি বড় কৌশলগত সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র শীতল যুদ্ধের সময় থেকেই রেলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করেছিল। চীনও এই প্রযুক্তি ব্যবহার করছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারত। প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, অগ্নি-প্রাইমের এই রেলভিত্তিক পরীক্ষামূলক সাফল্য ভারতের প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা যোগ করেছে। তথ্যসূত্র : কালবেলা

Post a Comment

0 Comments