Header Ads Widget

Responsive Advertisement

আগামীকাল বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা শুরু

আগামীকাল বাংলাদেশের এশিয়া কাপ ২০২৫ এর যাত্রা শুরু

   শেখ মাহাদী ও লিটন দাস (ফাইল ফটো)

ডেস্ক:তাহাদনিউজ২৪ (০৬, সেপ্টেম্বর ২০২৫)/ খেলাধুলা


সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ১১ সেপ্টেম্বর হংকং-এর বিপক্ষে ম্যাচ খেলবে। 

এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে রোববার দেশ ছাড়বেন বাংলাদেশ দলের ক্রিকেটার ও স্টাফরা। বিসিবি এক বার্তায় জানিয়েছে, রোববার সকাল ১০টা ১৫ মিনিটে প্রথম গ্রুপ এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে। 


দ্বিতীয় গ্রুপটি রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় আমিরাত যাত্রা করবে। এরপর শুরু হবে লিটন দাসের দলের আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই এবং অনুশীলন। 

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নেওয়া হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সেসব শঙ্কা কেটে গেছে।

এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যাওয়া বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হবে। টানা তিনটি টি-২০ সিরিজ জেতা লিটন দাসদের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে। যার অর্থ সুপার ফোরে যেতে এই দুই দলের একটিকে বিদায় করতে হবে টাইগারদের।


সূত্র: দৈনিক সমকাল

Post a Comment

0 Comments