অক্টোবরেই হবে ক্লাবের অফিসিয়াল আত্মপ্রকাশ
📌 তাহাদ নিউজ ডেস্ক
ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাব (ডিসিবি'ক্লাব)-এর উদ্যোগে আজ রাজধানীতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে, তাদের ঢাকা উত্তরায় অবস্থিত অস্থায়ী অপারেশনাল কার্যালয়। সভায় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক কার্যক্রম এবং সদস্যদের জন্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব ফরহাদ রেজা। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো: সিকান্দার আলী, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তাহসিন তামান্না, ডিরেক্টর-কর্পোরেট অ্যাফেয়ার্স জনাব লুতফর রহমান, ডিরেক্টর-ই-কমার্স ডেভেলপমেন্ট জনাব মুস্তাহিদ আহমেদ এবং ডিরেক্টর রেজোয়ানুল হক।
অক্টোবর ২০২৫-এ অফিসিয়াল আত্মপ্রকাশ
সভায় ক্লাবের ফাউন্ডার ও গভর্নিং বডির মেম্বার, ডিরেক্টর-অপারেশন মি: ফরহাদুর রহমান হামীম ঘোষণা দেন যে, আগামী অক্টোবর মাসে ডিসিবি'ক্লাব এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের অফিসিয়াল আত্মপ্রকাশ করবে।
তিনি বলেন,
“ডিসিবি'ক্লাব শুধু একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম নয়, বরং এটি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য পরিবর্তনের কেন্দ্রবিন্দু হবে। এখানে তরুণ প্রজন্ম ও অভিজ্ঞ ব্যবসায়ীরা একত্রিত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবেন।”
ব্যবসায়িক কার্যক্রমে নতুন দিগন্ত
সভায় ক্লাবের ব্যবসায়িক কার্যক্রম ও উদ্যোগগুলো তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
- ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং ও সহযোগিতা প্ল্যাটফর্ম
- ডিজিটাল মার্কেটপ্লেস ও ই-কমার্স সেক্টরে সম্প্রসারণ
- কর্পোরেট অ্যাফেয়ার্স ও ব্যবসায় নীতিমালা শক্তিশালীকরণ
- আন্তর্জাতিক বাণিজ্যে সুযোগ সৃষ্টি
- উদ্যোক্তাদের জন্য ট্রেনিং, ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন
ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব ফরহাদ রেজা
ফাউন্ডার প্রেসিডেন্টের বক্তব্য
সভা শেষে ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব ফরহাদ রেজা বলেন,
“আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি উদ্যোক্তাকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনা। ডিসিবি'ক্লাব সেই সেতুবন্ধনের দায়িত্ব নেবে, যেখানে ব্যবসা হবে উন্নয়নের হাতিয়ার এবং সমাজও উপকৃত হবে।”
অন্যান্য ডিরেক্টরগণ
0 Comments