Header Ads Widget

Responsive Advertisement

আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল, প্রশাসন নির্বিকার : ফরহাদ

 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। ছবি : কালবেলা


আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল, প্রশাসন নির্বিকার : ফরহাদ


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল, অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের তিনি বলেন, ভোটকেন্দ্রের ১০০ মিটারের ভেতরে প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদল তা করছে। প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সব অভিযোগের ক্ষেত্রেই প্রশাসন নীরবতা দেখাচ্ছে।

তিনি আরও জানান, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েমও একই অভিযোগ করেন। তিনি বলেন, সব প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক বহিরাগত প্রবেশের চেষ্টা করছে। প্রশাসনকে সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে হবে।

টিএসসি কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার অপেক্ষা করতে দেখা গেছে। সেখানে আইডি কার্ডধারী শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কেন্দ্রের প্রবেশপথে প্রার্থীদের প্রতিনিধিরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করছেন।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments