Header Ads Widget

Responsive Advertisement

চরাঞ্চলে শিশুদের মুখে হাসি ফোটাল কাগজবাড়ি

 


চরাঞ্চলে শিশুদের মুখে হাসি ফোটাল কাগজবাড়ি, 
গড়বে বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদন
গিনেস রেকর্ড ক্যাম্পেইন
চরাঞ্চলের শিশুদের মুখে ফুটাল ‘কাগজবাড়ি’

বিনামূল্যে দেশব্যাপী শিক্ষাসামগ্রী বিতরণের মাধ্যমে ওয়ার্ল্ড রেকর্ড গড়তে যাচ্ছে ‘কাগজবাড়ি’ নামক একটি প্রতিষ্ঠান। ‘একসাথে বিশ্ব ছুঁই’ স্লোগান সামনে রেখে রেকর্ডের প্রস্তুতির অংশ হিসেবে দেশের দুর্গম অঞ্চলে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ শুরু করেছে। 


সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চল বাঘুটিয়া ইউনিয়নের একাধিক স্কুল ও মাদরাসায় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিনামূল্যে তুলে দেওয়া হয়।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ৮৪ নম্বর পারুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নম্বর দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বায়তুল ইহসান জায়েদিয়া দুধজানিয়া মাদরাসায় এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

কাগজবাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে শিক্ষা বিস্তারে অবদান রাখাই তাদের মূল লক্ষ্য। শুধু দাতব্য কার্যক্রম নয়, বরং বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করাও এই উদ্যোগের অংশ।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ৮৪ নম্বর পারুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বলেন, ‘চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা আর্থিক সংকটের কারণে অনেক সময় প্রয়োজনীয় খাতা-কলম কিনতে পারে না। কাগজবাড়ির এমন উদ্যোগ শিশুদের পড়াশোনার আগ্রহ বাড়াতে বড় ভূমিকা রাখবে।’


এ বিষয়ে ১ নম্বর দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল্লাহ মিন্টো বলেন, ‘শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত অসংখ্য শিশু এখনো মৌলিক শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে পড়ছে। অনেক সময় অর্থাভাবে তারা খাতা-কলম পর্যন্ত কিনতে পারে না। এমন বাস্তবতায় তাদের পাশে দাঁড়িয়েছে ‘কাগজবাড়ি’ নামের এই প্রতিষ্ঠান। আমাদের শিক্ষার্থীরা খুব আনন্দিত। তাদের চোখেমুখে যে উচ্ছ্বাস দেখেছি, তাতে মনে হয়েছে— এই সহায়তা তাদের জন্য বিশাল অনুপ্রেরণা। আমরা কাগজবাড়ির এই উদ্যোগকে সাদুবাদ জানাই।’





উল্লেখ্য, কাগজবাড়ি ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড ভাঙার মিশনে নেমেছে। ১২ ঘণ্টায় দেশের ১,৫০০ স্কুলে প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর মাঝে ৬০ হাজার কেজি খাতা বিতরণের কর্মসূচি চলছে। এ ক্ষেত্রে ২০২২ সালে ভারতের স্থাপিত ৫৬ হাজার কেজি খাতা বিতরণের রেকর্ড ভেঙে বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।


Post a Comment

0 Comments