Header Ads Widget

Responsive Advertisement

ঝড় তুললেন পরী মণি

 

পরী মণি। ছবি : সংগৃহীত


ঝড় তুললেন পরী মণি

ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা পরী মণি। নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন। বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনও নজরে আসেন এই নায়িকা। সচারচর ফেসবুকেই পরী তার রাগ ও ক্ষোভ প্রকাশ করে থাকেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে, ফেসবুকে ভক্তদের জন্য ৩টি নজরকাড়া ছবি পোস্ট করেছেন পরী। ছবিগুলো মূলত একটি গহনার ব্র্যান্ডের জন্য তোলা। গহনা পরিহীত পরী বেশ লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন। এরপর থেকেই কমেন্ট এবং রিঅ্যাক্টের বন্যায় ভাসাচ্ছেন ভক্তরা।

ছবিতে নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গা পরে ধরা দিয়েছেন পরী। এছাড়াও তিনি আরও পরেছেন মানানসই ভারী গহনা, যেমন– নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি।

দেশীয় চলচ্চিত্রে নাম লিখিয়েই ঝড় তুলেছিলেন পরী মণি। কারণ কোনো ছবি মুক্তি না পেলেও টানা ২২টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনার জন্ম দেন তিনি। পরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’। এছাড়া অন্তরজ্বালা, ধূমকেতু, রক্ত, স্বপ্নজাল, আরও ভালোবাসবো তোমায়সহ বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে এই নায়িকার।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments