Header Ads Widget

Responsive Advertisement

জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল গ্রেপ্তার

 

আদালত প্রাঙ্গণে এফএম শরিফুল ইসলাম। ছবি : কালবেলা


জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল গ্রেপ্তার


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানার মামলায় একই প্রতিষ্ঠানের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি এফএম শরিফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক কেএম আবদুল তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। অনিককে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় অনিক কুমার দাস বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বিকেলে তাকে ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ আগস্ট যাত্রাবাড়ী থানার করা হত্যাচেষ্টা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments