Header Ads Widget

Responsive Advertisement

সেন্সরের চার বছর পর আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

 

আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া  ছবি : সংগৃহীত


সেন্সরের চার বছর পর আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’



দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্টার শেয়ার করে নির্মাতা মুক্তির তারিখ নিশ্চিত করেন। সিনেমাটি ২০২১ সালে সেন্সর ছাড়পত্র পেলেও এতদিন মুক্তি পায়নি। এবার অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

মুক্তি প্রসঙ্গে পরিচালক মানিক বলেন, “২৬ সেপ্টেম্বর মুক্তির ব্যাপারে আগেই প্রযোজক সমিতির অনুমোদন নিয়েছি। হল মালিকদের সঙ্গেও কথা হয়েছে। খুব শিগগিরই হল বুকিং শুরু করব। দর্শক যেমন গল্পনির্ভর সিনেমা দেখতে চান, এটি তেমনই একটি ছবি।”

তিনি আরও জানান, অভিনয়শিল্পীরা এতে নিজেদের সেরাটা দিয়েছেন এবং ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। তবে মুক্তির তারিখ ঘোষণা হলেও তাদের এখনও প্রচারে দেখা যায়নি। সিনেমার সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ খান।

এ ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা ও চিকন আলীসহ অনেকে। দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে সিনেমাটি দর্শকদের মন ভরাবে বলে আশাবাদী নির্মাতা।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments