Header Ads Widget

Responsive Advertisement

কাঠমুন্ডুর হোটেলে অবরুদ্ধ জামালরা

 

বিক্ষোভের দৃশ্য। ছবি : সংগৃহীত


কাঠমুন্ডুর হোটেলে অবরুদ্ধ জামালরা


নেপালে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। যে কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন সেশন স্থগিত করা হয়েছে। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে হোটেলেই অবরুদ্ধ জামাল ভূঁইয়ারা।

দুই প্রীতি ম্যাচের প্রথমটি শনিবার অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সোমবার প্রি-ম্যাচ সংবাদ সম্মেলন টিম হোটেলেই অনুষ্ঠিত হয়। দলের অনুশীলন স্থগিত করা প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।’

বাফুফে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘বেলা তিনটায় দলের অনুশীলনের সময় নির্ধারণ করা হয়েছিল। সে মাফিক অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন দলের খেলোয়াড়রা। কিন্তু হোটেল লবিতে আসার পর জানানো হয়েছে, স্টেডিয়ামের আশপাশ এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এখন বের হওয়া যাবে না।’

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments