Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী ইতালি : রাষ্ট্রদূত

 

বৈঠকে অ্যান্টেনিও আলেসান্দ্রে ও শেখ বশিরউদ্দীন। ছবি : কালবেলা

বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী ইতালি : রাষ্ট্রদূত


ইতালির রাষ্ট্রদূত অ্যান্টেনিও আলেসান্দ্রে বলেছেন, ‘ইতালি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।’ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি।

অ্যান্টেনিও আলেসান্দ্রে বলেন, ‘বাংলাদেশে ইতালীয় বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরকে উৎসাহিত করতে আমরা আগ্রহী। বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।’

ইতালির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ যে কোনো সময়ের থেকে ভালো। ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে বাণিজ্য মন্ত্রণালয় সচেষ্ট থাকবে।’

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ দু-দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান ও ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments