ম্যানইউতেই যাচ্ছেন মার্টিনেজ
দলবদলের গ্রীষ্মকালীন উইন্ডোর শেষ দিনে এসে নতুন ঠিকানা পেতে যাচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর যোগ দেওয়ার আলোচনা অনেকটাই এগিয়ে গেছে। আজ শেষ দিনে আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। আরেক তারকা গোলরক্ষক জিয়ানলুইগি দোন্নারুমার ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়াও অনেকটা নিশ্চিত। আজ আলেকজান্ডার ইসাক ও মার্ক গুয়েহি যোগ দিতে পারেন লিভারপুলে।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের জন্য অ্যাস্টনভিলাকে গতকাল ৪০ মিলিয়ন পাউন্ডের নতুন প্রস্তাব দিয়েছে ম্যানইউ। ভিলা এ প্রস্তাবে রাজি হবে বলেই ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ম্যানইউর সঙ্গে বেতন-বোনাস নিয়ে মার্টিনেজের সমঝোতা হয়ে গেছে। নতুন মৌসুমে দুই গোলরক্ষক আন্দ্রে ওনানা ও আলতাই বাইনদির একের পর এক ভুল করছেন বলেই মার্টিনেজের দিকে হাত বাড়িয়েছে তারা।
দোন্নারুমার পিএসজি ছেড়ে নতুন ঠিকানায় যাওয়াও চূড়ান্ত হয়ে গেছে। সিটির সঙ্গে আজ পাঁচ বছরের চুক্তি করতে পারেন ইতালিয়ান এ গোলরক্ষক। তাঁকে দলে নেওয়ার জন্যই দীর্ঘদিন গোলপোস্ট সামলানো এডারসনকে ছেড়ে দিচ্ছে সিটি। ব্রাজিলিয়ান গোলরক্ষককে দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে দুই তুর্কি জায়ান্ট গ্যালাতাসারে ও ফেনারবাচে।
আলেকজান্ডার ইসাকের অচলাবস্থারও আজ সমাধান হতে পারে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সুইডিশ এ স্ট্রাইকারের জন্য লিভারপুল সর্বশেষ ব্রিটিশ রেকর্ড ১৩০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে। নিউক্যাসল নাকি নতুন প্রস্তাবে রাজি হয়ে গেছে। এত দিন বিক্রি করতে না চাইলেও দল ছাড়ার ব্যাপারে ইসাকের মরিয়া হয়ে ওঠা এবং স্টুটগার্ট থেকে ৬৯ মিলিয়ন পাউন্ডে জার্মান স্ট্রাইকার নিক ওল্টেমেডকে কেনার পরই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউক্যাসল। আজ ক্রিস্টাল প্যালেস থেকে ডিফেন্ডার মার্ক গুয়েহিকেও দলে টানার আনুষ্ঠানিকতা সারতে পারে লিভারপুল।
তথ্যসূত্র: সমকাল
0 Comments