Header Ads Widget

Responsive Advertisement

কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার:পরীমণি

 

পরীমণি । ছবি : সংগৃহীত


কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার:পরীমণি


ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে আবারও মাতৃত্বের সুখে ভেসে যাচ্ছেন ঢালিউডের চিত্রনায়িকা পরীমণি। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে রাজ্য ও দত্তক নেওয়া মেয়েকেই জীবনের কেন্দ্র করে তুলেছেন এই জনপ্রিয় নায়িকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের সঙ্গে কিছু খুনসুটি ভরা মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন ক্যাপশন লিখে ভক্তদের মন ছুঁয়ে দিলেন তিনি।

শেয়ারকৃত সেই ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর! শুকরিয়া খোদা।’

তিনি আরও লেখেন, ‘আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি, যেন এই সুখে কারও নজর না লাগে। আহা! কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’

পরীমণির এই আবেগঘন পোস্টে ভক্তরা শুভকামনায় জানিয়েছেন মন্তব্যের ঘরে।


সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments