Header Ads Widget

Responsive Advertisement

মানুষের জন্য ওয়াশিং মেশিন উন্মোচন, মাত্র ১৫ মিনিটে গোসল ও শুকানো শেষ!

 

সংগৃহীত ছবি


মানুষের জন্য ওয়াশিং মেশিন উন্মোচন, মাত্র ১৫ মিনিটে গোসল ও শুকানো শেষ!


জাপান আবারও দেখাল ভবিষ্যৎ প্রযুক্তির বিস্ময়। দেশটি সম্প্রতি এমন এক যন্ত্র উন্মোচন করেছে, যা মাত্র ১৫ মিনিটে মানুষকে ধুয়ে ও শুকিয়ে দিতে সক্ষম। ‘মিরাই নিনগেন সেনতাকুক’ নামে পরিচিত এই ক্যাপসুল আকৃতির মেশিনটি তৈরি করেছে সায়েন্স কো. লিমিটেড। যন্ত্রটির ভেতরে ঢুকে বসলে এটি শরীরজুড়ে পানির স্প্রে ছিটিয়ে গোসলের মতো পূর্ণাঙ্গ অভিজ্ঞতা দেয়। গোসল শেষে দ্রুত শরীর শুকিয়ে ফেলে, ফলে তোয়ালের আর কোনো প্রয়োজন হয় না।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষায় এক নতুন যুগের সূচনা করতে পারে। কারণ এটি একসাথে গতি, আরাম ও দক্ষতা নিশ্চিত করছে।

জাপানের উদ্ভাবকরা মনে করছেন, ভবিষ্যতের জীবনযাত্রায় এ ধরনের হাই-টেক ডিভাইস মানুষের সময় ও শ্রম সাশ্রয় করবে এবং গোসলের অভিজ্ঞতাকে আরও আধুনিক করবে।

সূত্র : News24

Post a Comment

0 Comments