মাটির মানুষ হেমিং, সিলেট থেকে ফিরেই ব্যস্ত মিরপুরে । মাঠকর্মীদের চোখে তিনি কিউরেটর নন তাদের ভাই ও বন্ধু।
ছবি : সংগৃহীত
মিরপুরের গ্যালারি ফাঁকা, কিন্তু ভেতরে চলছে নীরব পরিবর্তন। সবে সিলেট থেকে ঢাকায় ফিরেছেন বিদেশি কিউরেটর টনি হ্যামিং। ক্লান্তি ভুলে মাঠকর্মীদের সঙ্গে বসে আছেন উইকেট তৈরির আলোচনায়। পোশাক বদলানোরও সময় পাননি, কিন্তু চোখেমুখে একরাশ উদ্যম।
বাংলাদেশ ক্রিকেটে বিশেষ করে মিরপুর মানেই ছিল সমালোচনার জায়গা—ধীরগতি পিচ, ভাঙাচোরা অবস্থা কিংবা "সবজি বাগান" বলে ঠাট্টা। এবার সেই ধারনাই বদলাতে চান টনি। তার কাছে উইকেট তৈরি শুধু নিয়ম মানা কাজ নয়, এটি এক ধরনের শিল্প। তাই মাঠকর্মীদের সহজভাবে বোঝাচ্ছেন কৌশল—কখনো হাত নেড়ে, কখনো মাটি ছুঁয়ে, যেন সবাই মিলে শিখছেন।
এর আগে দায়িত্বে থাকা গামিনিটি সিলভা ছিলেন কঠোর ও রাগী স্বভাবের। সেখানে টনি একেবারেই ভিন্ন—খোলামেলা, প্রাণবন্ত আর স্পষ্টভাষী। মাঠকর্মীরাও তার সঙ্গে খোলামেলা আলোচনায় যুক্ত হচ্ছেন, নতুন করে স্বপ্ন দেখছেন।
মিরপুরের এই পরিবর্তনের বার্তা হয়তো দ্রুতই পৌঁছাবে মাঠে। লক্ষ্য একটাই—বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া।
Desk News: TahadNews24
https://www.facebook.com/share/p/19exz6ZPjr/
0 Comments