বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি সমর্থিত প্রার্থীরা
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৯টি পদের মধ্যে সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ মোট ১৭টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা।
প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় রবিবার তাদেরকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।বিজয়ী ১৭ জন প্রার্থীর মধ্যে দুজন সহ-সভাপতি, আটজন সম্পাদকীয় পদে এবং নয়জন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এখন শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী জানান, সভাপতি পদে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী এবং বিএনপি সমর্থিত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাসেম এবং জামায়াত সমর্থিত প্রার্থী সরদার মো. তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৮ সেপ্টেম্বর এই দুটি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের তফসিল গত ১০ আগস্ট ঘোষণা করা হয়েছিল।
তথ্যসূত্র: আমার দেশ
0 Comments